Monday, March 27, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAমার্কিন টিভি আইকন বারবারার চিরপ্রস্থান

মার্কিন টিভি আইকন বারবারার চিরপ্রস্থান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, ফিদেল কাস্ত্রো, রিচার্ড নিক্সনের সাক্ষাৎকার নিয়ে নিজের ক্যারিয়ার সমাদৃত করেছেন বারবারা ওয়াল্টার্স। যুক্তরাষ্ট্রের এই টেলিভিশন নিউজ আইকন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ৯৩ বছর বয়সে মারা গেলেন তিনি। খবর এবিসির। 

ওয়াল্টারসের মাধ্যমেই টিভি সাংবাদিকতায় নারীদের পদার্পন ঘটে। বারবারা ওয়াল্টার্সকে টেলিভিশনে নারী সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়ে থাকে। 


চাকরি জীবনে ওয়াল্টার্স এবিসি নিউজে প্রায় ৪০ বছর কাটিয়েছেন। সাক্ষাত্কার নেওয়ার দক্ষতার জন্য তিনি খুব পরিচিত। প্রাইমটাইম শো ২০/২০ উপস্থাপনাও করেন তিনি।

এ ছাড়া ১৯৯৭ সালে তিনি নারীদের নিয়ে ‘দ্য ভিউ’ নামে একটি শো শুরু করেন। এটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সাংবাদিকতা ক্যারিয়ারে ১২ বার অ্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন বারবারা ওয়াল্টাস। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments