Saturday, April 1, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAমার্কিন ক্রুজে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়লেন ৩০০ জনেরও বেশি লোক

মার্কিন ক্রুজে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়লেন ৩০০ জনেরও বেশি লোক

অজানা রোগের হানা মার্কিন ক্রুজে। প্রিন্সেস ক্রুজের রুবি প্রিন্সেস জাহাজে সাম্প্রতিক যাত্রায় ৩০০ জনেরও বেশি যাত্রী এবং ক্রু সদস্য অজ্ঞাত অসুস্থতায় ভুগছেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থা এ খবর জানিয়েছে। দ্য মেট্রো নিউজ অনুসারে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ টেক্সাস থেকে মেক্সিকো যাবার পথে জাহাজে অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব ঘটে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তদন্তকারীদের মতে,  ২৮৮১ জন যাত্রীর মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি ১১৫৯ জন ক্রু সদস্যের মধ্যে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন। 

সিডিসি-র  তদন্ত অনুসারে, রোগের প্রধান লক্ষণগুলি ছিলো  বমি এবং ডায়রিয়া। মঙ্গলবার পর্যন্ত রোগের  কারণ জানা যায়নি ।সিবিএস নিউজ জানিয়েছে যে,  বিশেষজ্ঞরা অসুস্থতার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু বলতে পারেননি । কারণ তারা এখনো এর উৎস  নির্ধারণ করতে পারেননি।  সিডিসির ভেসেল স্যানিটেশন প্রোগ্রাম এপিডেমিওলজিস্ট এবং পরিবেশগত স্বাস্থ্য কর্মকর্তারা ৫ মার্চ টেক্সাসের গালভেস্টনে জাহাজটি ডক করার পর রোগের কারণ অনুসন্ধানে নামেন। একবার প্রাদুর্ভাব শুরু হবার পর  ক্রুরা আরও ঘন ঘন জাহাজ পরিষ্কার করা এবং জীবাণুমুক্তকরণ কৌশল ব্যবহার করা শুরু করে। এছাড়াও, তারা সিডিসি পরীক্ষার জন্য মলের নমুনা সংগ্রহ করেছে।

রুবি প্রিন্সেস জাহাজ অতীতেও শিরোনামে এসেছে জাহাজের মধ্যে কোভিড-১৯  সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে।

সূত্র : এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments