Saturday, April 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকমারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

মারিউপোলে এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে রাশিয়া। বুধবার রুশ সেনাবাহিনীর তরফ থেকে এমন সফলতার দাবি করা হয়েছে। যুদ্ধে রাশিয়ার প্রধান টার্গেটই ছিল ডনবাস অঞ্চল দখলে নেয়া। এই অঞ্চলের প্রধান শহর মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ রাশিয়ার জন্য বড় সফলতা। রাশিয়ার দাবি অনুযায়ী, শহরের আজোভস্তাল শিল্প এলাকা থেকে ওই সেনারা আত্মসমর্পণ করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ দাবি সত্যি হলে মারিউপোল কার্যত এখন রাশিয়ার দখলেই রয়েছে। এই শহর দখল হলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের সকল এলাকার মধ্যে সংযোগ স্থাপিত হবে। এতে করে রাশিয়া যদি আবারও ইউক্রেনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করতে চায় তাহলে আগের বারের মতো যোগাযোগ ও সরবরাহ সংকটে পড়তে হবে না দেশটিকে।

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।এরপরে এখনো বড় কোনো শহর দখল করতে পারেনি রাশিয়া। মারিউপোল দখল হবে দেশটির জন্য প্রথম কোনো বড় সফলতা। অভিযানের প্রথম থেকেই এটি দখলের চেষ্টা করে যাচ্ছে দেশটি। তবে গত দুই সপ্তাহে রাশিয়া সমগ্র ইউক্রেন বাদ দিয়ে শুধু পূর্ব ইউক্রেনকে টার্গেট করে অভিযান পরিচালনা করে চলেছে। ফলে মারিউপোলের পতন শুধু সময়ের অপেক্ষা ছিল। ধারণা করা হচ্ছে, দ্রুতই সমগ্র মারিউপোল রুশ নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

যদিও ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে আত্মসমর্পনের খবর নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে, রুশ সেনারা আজোভস্তালের দিকে অগ্রসর হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পনের কোনো তথ্য এখনও তাদের কাছে নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments