Friday, March 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমানুষের রক্তে প্লাস্টিকের সন্ধান

মানুষের রক্তে প্লাস্টিকের সন্ধান

প্লাস্টিকের সবচেয়ে ক্ষুদ্র কণা মাইক্রো প্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে মানুষের রক্তে। এটি নিয়ে রীতিমতো বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। খাবারের প্যাকেট ও কৃত্রিম রঙে যে প্লাস্টিক পাওয়া যায়, সেই প্লাস্টিকই রক্তে পাওয়া গেছে। জার্নাল ‘প্লস ওয়ান ‘-এ প্রকাশিত নতুন গবেষণার দাবি, মানুষের রক্তে ভেসে বেড়াতে পারে প্লাস্টিক এবং তা কলাকোষে জমতেও পারে। কিন্তু বিজ্ঞানীরা এখনো এটা বলতে পারেননি, মানুষের স্বাস্থ্যে এর প্রভাব ঠিক কতটুকু।

গবেষণায় বলা হয়েছে, রোগীদের বাইপাস সার্জারির সময় তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেটি নিয়েই গবেষণা চালায় হাল বিশ্ববিদ্যালয় ও হাল ইয়র্ক মেডিকেল স্কুলের এক গবেষক দল। গবেষকরা প্রতি গ্রাম শিরার ভেতরে ১৫ ধরনের মাইক্রোপ্লাস্টিক কণা ও পাঁচটি ভিন্ন ধরনের পলিমার পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মিলেছে অ্যালকাইড রেসিন, সাধারণত যা কৃত্রিম রঙে পাওয়া যায়।

সব মিলিয়ে এ গবেষণার ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন বিজ্ঞানীরা। রক্ত ও কলাকোষে প্লাস্টিক থাকলে ঠিক কী ক্ষতি হতে পারে তা এখনো জানা না গেলেও অতীতের বিভিন্ন পরীক্ষায় যে ধরনের ইঙ্গিত মিলেছে তাতে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে গবেষক অধ্যাপক জিনেট্টি রচেল বলেন, ‘যদিও আমি জানি না মানুষের স্বাস্থ্যে এর প্রভাব ঠিক কী। কিন্তু এটুকু বলতেই পারি, গবেষণা থেকে দেখা গেছে কোষের মধ্যে প্রদাহ ও চাপ তৈরি হতে পারে।’ এর আগে গত বছর মাতৃদুগ্ধেও মিলেছিল প্লাস্টিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments