Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকমানবাধিকারের প্রতি শ্রদ্ধা ধাবিত হয়েছে উল্টোপথে- গুতেরাঁ

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ধাবিত হয়েছে উল্টোপথে- গুতেরাঁ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ সতর্ক করে বলেছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ধাবিত হয়েছে উল্টোপথে। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা স্বাক্ষরের ৭৫ বছর পর তিনি এই ঘোষণাকে নবায়নের আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ, ক্রমবর্ধমান দারিদ্র্য, অনাহার, জলবায়ু বিপর্যয়ের হুমকিতে এই ঘোষণার ওপর সব দিক থেকে অবমাননা করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, কিছু সরকার এই ঘোষণা থেকে দূরে সরে গেছে। অন্যরা মারাত্মক ক্ষতিকরভাবে একে ব্যবহার করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের বার্ষিক মূল অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। বিশ্বজুড়ে মানবাধিকারের প্রতি অসম্মান এবং এর করুণ পরিণতিকে তিনি জেগে উঠার আহ্বান হিসেবে অভিহিত করেছেন। অ্যান্তোনিও গুতেরাঁ বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন। তা বর্তমান বিশ্ব প্রত্যক্ষ করছে।

এই যুদ্ধে বিপুল মৃত্যু, ধ্বংসযজ্ঞ এবং বাস্তুচ্যুত হয়েছে মানুষ। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments