রোবটের সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার মধ্যে তুলনামূলক পার্থক্য বিচার করতে মস্কোতে একটি দাবা খেলার আয়োজন করা হয়েছিল। তাতে ক্রিস্টোফার নামের সাত বছরের এক শিশু খেলছিল এক রোবটিক আর্মের সঙ্গে। খেলার শেষ দিকে সময়ের আগেই চাল দিয়ে ফেললে শিশুটির আঙুলে চাপ দেয় রোবটটি। এতে তার আঙুল ভেঙে যায়।
এ সময় শিশুটিকে উদ্ধারে ছুটে আসে চার ব্যক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। আঙুল ভেঙে দিলেও রোবটটিকে নিয়ে ভীত হয়নি ওই শিশু। পরের দিন ঠিকই এসে টুর্নামেন্ট শেষ করে।
ক্রিস্টোফার অনূর্ধ্ব-৯ বিভাগের দাবা খেলোয়াড়। এই বিভাগের সেরা ৩০ খেলোয়াড়ের মধ্যে সে একজন। এ বিষয়ে রুশ চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সার্গেই স্ম্যাগিন বলেছেন, ‘রোবটিক আর্মটি সেদিন তিনটি ম্যাচ খেলেছিল। এটি অসংখ্য ম্যাচ খেলেছে। রোবট দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে শিশুদেরই সতর্ক হতে হবে। এ রকম দুর্ঘটনা ঘটতেই পারে। ’ সূত্র : বিবিসি