শরীরে বিচিত্র সব উলকি আর চুলে অভিনব ছাট দিয়ে সব সময় আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এছাড়াও উদ্ভট সব কাণ্ড করে হইচই ফেলে দেওয়ায় জুড়ি মেলা ভার নেইমারের।
এবার তেমনই এক উদ্ভট বা বিচিত্র কাণ্ড ঘটালেন নেই। মাথায় বাদুড় নিয়ে ব্রাজিল দলের অনুশীলনে হাজির হলেন তিনি।
অবশ্য জ্যান্ত বাদুর নয়, বাদুড়ের ছবি মাথায় এঁকেছেন নেইমার। আমেরিকান ডিসি কমিকস চরিত্র ব্যাটম্যানের চিহ্নই মাথায় আঁকিয়েছেন এই পিএসজি তারকা।
সোমবার সাও পাওলোয় ব্রাজিল দলের অনুশীলনেই নেইমারের সেই বাদুর নিয়ে আলোচনায় মগ্ন হন তার। আলোচনার মধ্যমণিতে পরিণত হন তিনি।

তবে কোচ তিতে চাইছেন, এসব উলকি বা আকিঝুঁকি দিয়ে নয়, আগামীকাল কলম্বিয়ার বিপক্ষের খেলায়ও যেন মাঠের মধ্যমণি হয়ে থাকেন নেইমার।
নেইমার অবশ্য তিতেকে নিরাশ করছেন না। বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোল করে দলের দারুণ পারফর্ম্যান্সে অবদান রেখেছেন তিনি।