Monday, December 4, 2023
spot_img
Homeবিনোদনমাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বই এসেছিলেন কঙ্গনা

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বই এসেছিলেন কঙ্গনা

বলিউডের দর্শকপ্রিয় নায়িকা কঙ্গনা রানাউত। এটি বলা বাহুল্য তিনি একজন কর্মঠ মানুষ। তবে বাধা আসলে বিদ্রোহীও বটে। পান থেকে চুন খসলেই মন্তব্য করে বসেন কঙ্গনা রানাউত। যার জেরে বন্ধ করে দিতে হয় তার টুইটার হ্যান্ডল। তবে কিছুতেই তার কোনও ভয় নেই। ২০ মাস পর আবার রাজপাট ফিরে পেয়েছেন সদ্য। টুইটারে ব্লক খুলতেই ফের এসে পড়েছেন জমে থাকা কথার বোঝা নিয়ে। ‘পাঠান’ দেখার আগে বক্স অফিসে যে হইহই হচ্ছে, শুরুতে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু ছবিটি দেখে প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী।

অনেকে মনে করেন কর্মঠ বলেই আজ সফলতার দ্বারপ্রান্তে কঙ্গনা।

তবে কঙ্গনা শুধু অভিনেত্রী নন, নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সদ্য শেষ করেছেন ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’র পর ফের পরিচালকের চেয়ারে কঙ্গনা রানাউত। সঙ্গে ছবির প্রযোজনায় কঙ্গনারই প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। তিনি জানান, এই ছবি করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। ডেঙ্গুতে ভুগেছেন, শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছে তাকে। এমনকি, ছবির খরচ বহন করতে গিয়ে তাকে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। যদিও লড়াইটা বজায় ছিল শুরু থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি। যখন মুম্বইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকা, পয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এসবের কোনও অর্থ নেই। ২০২১-এ ‘ইমার্জেন্সি’ ছবির ঘোষণা করেন কঙ্গনা রানাউত। ছবিতে দেশের অন্যতম চর্চিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’ খ্যাত অভিনেত্রী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরে মুক্তি পেতে চলেছে এই ছবি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments