Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমাতৃভাষা দিবস আমার কাছে একইসঙ্গে শোকের ও গর্বের: মিথিলা

মাতৃভাষা দিবস আমার কাছে একইসঙ্গে শোকের ও গর্বের: মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেতা রাফিয়াত রশিদ মিথিলা মাতৃভাষার দিবসে তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বরাত দিয়ে মিথিলা বলেন, ১৯৫২ সালে প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সেই কারণে মাতৃভাষা দিবস আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার ভাষা আমার অহংকার। এই ভাষা দিবস আমার অহংকার, আমার কাছে গর্বের একটা দিন। 

তিনি আরও বলেন, বাংলাদেশে এই দিনে সূর্যোদয় থেকেই প্রভাতফেরি শুরু হয়। এই দিন সবাই মিলে শহিদ মিনারে ফুল দিতে যায়।

মিথিলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই শহিদ মিনার অবস্থিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেখানেই আমার পড়াশোনা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই ছাত্রজীবন থেকেই ভাষা দিবস আমার জীবনের একটা অংশ। তখন ভাষা দিবসের দিন শহিদ মিনারে যাবই। এই সময় ঢাকায় বইমেলা হয়, এই দিন অবশ্যই বইমেলায় যাব। সাদা কালো শাড়ি পরেন সকলে, আমিও পরতাম। এই দিন ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে যায় সবাই।

তিনি বলেন, ভাষা দিবস একই সঙ্গে অত্যন্ত শোকের দিন কারণ ১৯৫২ সালে এই দিন ভাষার জন্য শহিদ হয়েছেন আবুল বরকত, রফিক উদ্দীন আহমেদ, আব্দুল জব্বর, শফিয়ুর রহমান ও আব্দুস সালাম। অন্যদিকে একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে গর্বেরও সেকারণে আমরা বাংলাদেশে ভাষাদিবস উৎসবের আকারে উদযাপন করি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments