মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি। নেচার হাব নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই ঘটনার ভিডিও। তারপরেই এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওাতে দেখা যায়, মুখে এক টুকরো খাবার নিয়ে জলাশয়ের ধারে বসে আছে একটি পাখি। মুখের খাবারটি সে পানিতে ফেলল। সেই খাবার দেখে জলাশয়ের মাছরা এল। কিন্তু মাছদের আকার বড় দেখে ফের ঠোঁটে করে সেই খাবার তুলে নিল পাখিটি। এর পর আবার খাবারটি পানিতে ফেলল। সেটি দেখে একটা ছোট মাছ আসতেই, মাছটিকে নিজের দুই ঠৌঁট দিয়ে ধরে ফেলে পাখিটি। ভিডিওটি ইতিমধ্যেই দেখা হয়েছে দেড় লাখ বার। এক হাজারেরও বেশি ইউজার ওই পাখির চালাকি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন। সূত্র : টাইমস নাউ।