Wednesday, November 30, 2022
spot_img
Homeবিনোদনমাখন রুটি দেখে ডায়েটের কথা ভুলে গেছেন কারিনা কাপুর!

মাখন রুটি দেখে ডায়েটের কথা ভুলে গেছেন কারিনা কাপুর!

বলিউডের বক্স অফিসের রানি কারিনা কাপুর এক দশক আগে যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। বয়স যেন তার বাড়ে না। চির সবুজ কারিনার সৌন্দর্যের রহস্য হলো, তিনি কঠোরভাবে খাদ্য নিয়ন্ত্রণ বা ডায়েট করেন। নিজে যেমন ডায়েট করেন তেমনই ভক্তদেরও খাবার-দাবার খাওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলতে অনুপ্রাণিত করেন।

তবে নিজের প্রিয় খাবার জিভে জল এনে দেওয়া মাখন রুটি পেয়ে কারিনা নিজেই ভুলে গেছেন ডায়েটের কথা!

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন কারিনা। সেই ছবিতেই দেখা যাচ্ছে, বেশ মজা করে মাখন ও আটা দিয়ে তৈরি ক্রসিয়েন্ট নামের একটি খাবার খাচ্ছেন তিনি।

 ছবিটির ক্যাপশনে লিখেছেন, বছরের প্রথম সোমবারটি শুরু হওয়ার কথা ছিল স্বাস্থ্যকর খাবারে খেয়ে। কিন্তু সামনে যখন ক্রসিয়েন্ট, সুতরাং চালিয়ে যান।

এছাড়া নতুন বছরটি পুরোপুরি উপভোগ করার কথাও বলেছেন এই বলিউড সুন্দরী।  তিনি বলেন, আপনার মন যা চায় তাই করুন। এটা ২০২২ সাল। বছরটি পুরো উপভোগ করুন। 

এদিকে কয়েকদিন বাদেই বাজারে আসছে কারিনা কাপুরের নতুন ছবি লাল সিং চাড্ডা। হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের ছায়া অবলম্বনে ছবিটি নিমার্ণ করা হয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আমির খান।  কারিনা-আমির জুটিতে এটা হবে তৃতীয় ছবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments