নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব এবং মাদ্রাসার ডাইরেক্টর হিসেবে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মো: মাসহুদ ইকবালকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

গত ৩০ আগস্ট রোববার বিকেলে অনুষ্ঠিত মসজিদের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় মাওলানা নুরুল ইসলামকে তিন বছরের জন্য মসজিদের মুয়াজ্জিন হিসাবে নিয়োগ এবং নুরুল চৌধুরীকে কার্যকরী সদস্যের শূন্য পদে কোঅপ্ট করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মোশতাক এ চৌধুরী অসুস্থ থাকায় কার্যকরী কমিটির এ সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি হারুন আলী। সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়ার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মো: আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, সহ কোষাধ্যক্ষ তারেক মিয়া, কালচারাল সেক্রেটারী

মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মো: আব্দুল গফুর, কার্যকরী সদস্য সোহান আহমদ ও রোকন আহমেদ ময়নুল।