Monday, May 29, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমাইক্রোসফটের সঙ্গে ওয়ালটনের চুক্তি

মাইক্রোসফটের সঙ্গে ওয়ালটনের চুক্তি

আইটি খাতে যৌথ সেবা দিতে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। এ উপলক্ষে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাষ্ট্রের টেক-জায়ান্ট মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এটি স্বাক্ষরিত হয়। এর আওতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মাধ্যমে বাংলাদেশে সুলভ মূল্যে সফটওয়্যার প্রদান করবে মাইক্রোসফট।

পাশাপাশি হার্ডওয়্যারসংক্রান্ত অত্যাধুনিক পণ্যও সরবরাহ করবে মাইক্রোসফট। দেশের শিক্ষা খাতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুঁ চেআ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, মাইক্রোসফট সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটসের করপোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments