Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমহাকাশে যোগাযোগ বাড়াতে অ্যামাজন ও স্পেসএক্সের সঙ্গে নাসার চুক্তি

মহাকাশে যোগাযোগ বাড়াতে অ্যামাজন ও স্পেসএক্সের সঙ্গে নাসার চুক্তি

অ্যামাজনের প্রজেক্ট কুইপার, স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্ক এবং আরো কয়েকটি স্যাটেলাইট ফার্ম মিলিতভাবে নাসার সঙ্গে ২৭ কোটি ৮০ লাখ ডলারের একটি চুক্তি সই করেছে। মহাকাশে যোগাযোগের জন্য এখন যে স্যাটেলাইট নেটওয়ার্ক আছে, তা সরিয়ে নাসার জন্য নতুন প্রজন্মের স্যাটেলাইট তৈরি করে যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটাবে বাণিজ্যিক কম্পানিগুলো। প্রতিটি কম্পানিকে ২০২৫ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। বর্তমানে ট্র্যাকিং অ্যান্ড ডেটা রিলে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে থাকে নাসা।

এর মধ্যমে পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। নাসার কমিউনিকেশন সার্ভিসেস প্রজেক্টের প্রধান এলি নাফফা বলেন, ‘আরো উন্নত যোগাযোগব্যবস্থা তৈরি হলে শুধু নাসা নয়, বরং মহাকাশযান নির্মাণকারী অন্যান্য কম্পানিও উপকৃত হবে। আশা করি, এতে আমাদের খরচও কমবে। ’

কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা নাসা তাদের মহাকাশ অভিযান পরিচালনার জন্য বেসরকারি কম্পানির ওপর নির্ভর করছে। আগামীকাল ইলন মাস্কের কম্পানি স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটে করে আইএসএসের পথে যাত্রা করবেন নাসার তিন নভোচারী।

সূত্র : গিক ওয়াইয়ার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments