মসজিদ-ই-নববীর পরিচালনা পর্ষদ রমজানেও শ্রবণপ্রতিবন্ধীদের সেবা দানে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মসজিদ-ই-নববীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করেছে, যাতে এক শ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই কক্ষে মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ বা ইশারা ভাষায় শুক্রবারের খুতবা ও অন্যান্য আলোচনা ভাষান্তর করে দেন।
মসজিদ-ই-নববীর সাইন ল্যাঙ্গুয়েজের অনুবাদক ড. খালিদ বিন সুলাইমান আল-তুকাইর দাবি করেন, পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ মুসলিম বিশ্বে প্রথমবারের মতো বধিরদের জন্য জুমার খুতবা ভাষান্তরের উদ্যোগ নিয়েছে।
আর তা হয়েছে মসজিদ-ই-নববীর ছাদের বিশেষায়িত কক্ষে। চ্যানেল টু ও দ্য প্রফেটস সুন্না চ্যানেল তা সরাসরি সম্প্রচার করে।
ড. তুকাইর মনে করেন, বিশ্বের প্রায় ২০ লাখ শ্রবণপ্রতিবন্ধী শুক্রবারের খুতবা দ্বারা উপকৃত হতে পারবে। আগে শুধু পবিত্র দুই মসজিদের জুমার নামাজের কিরাত সাইন ল্যাঙ্গুয়েজে ভাষান্তর করা হতো। নামাজের আগের খুতবা ভাষান্তর করা হতো না।
সূত্র : আরব নিউজ