মসজিদুল হারামের ‘নির্দেশক রোবট’ চলতি বছরের নতুন সংযোজন, যা হজযাত্রীদের দিকনির্দেশনার জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে আছে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান কিভাবে পালন করবে তার নির্দেশনা এবং এই বিষয়ক বিভিন্ন মাসয়ালা ও প্রশ্নের উত্তর প্রদান। রোবটটি আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারে। মসজিদুল হারামের কিং আবদুল আজিজ গেটের পাশেই রোবটটি স্থাপন করা হয়েছে।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের উপপ্রধান শায়খ বদর বিন আবদুল্লাহ আল-ফুরাইহ বলেন, রমজানে রোবটকে প্রতিদিন গড়ে এক শ থেকে দেড় শ প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নকারীদের মধ্যে সৌদি আরব, সিরিয়ান, পাকিস্তান ও ভারতের নাগরিকরা এগিয়ে। রোবকটি অসংখ্য গ্রন্থ থেকে উদ্ধৃতি ও খ্যাতিমান আরব আলেমদের ফাতাওয়া উপস্থাপনে সক্ষম। পথনির্দেশক রোবট ছাড়াও হারামাইনের পরিচালনা পর্ষদ জমজমের পানি বিতরণ ও জীবাণুমুক্ত করার জন্য রোবট নিযুক্ত করেছে।
সূত্র : আরব নিউজ