Saturday, June 10, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমসজিদুল হারামে মুসল্লিদের প্রশ্নের জবাব দিচ্ছে রোবট

মসজিদুল হারামে মুসল্লিদের প্রশ্নের জবাব দিচ্ছে রোবট

মসজিদুল হারামের ‘নির্দেশক রোবট’ চলতি বছরের নতুন সংযোজন, যা হজযাত্রীদের দিকনির্দেশনার জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে আছে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান কিভাবে পালন করবে তার নির্দেশনা এবং এই বিষয়ক বিভিন্ন মাসয়ালা ও প্রশ্নের উত্তর প্রদান। রোবটটি আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারে। মসজিদুল হারামের কিং আবদুল আজিজ গেটের পাশেই রোবটটি স্থাপন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের উপপ্রধান শায়খ বদর বিন আবদুল্লাহ আল-ফুরাইহ বলেন, রমজানে রোবটকে প্রতিদিন গড়ে এক শ থেকে দেড় শ প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নকারীদের মধ্যে সৌদি আরব, সিরিয়ান, পাকিস্তান ও ভারতের নাগরিকরা এগিয়ে। রোবকটি অসংখ্য গ্রন্থ থেকে উদ্ধৃতি ও খ্যাতিমান আরব আলেমদের ফাতাওয়া উপস্থাপনে সক্ষম। পথনির্দেশক রোবট ছাড়াও হারামাইনের পরিচালনা পর্ষদ জমজমের পানি বিতরণ ও জীবাণুমুক্ত করার জন্য রোবট নিযুক্ত করেছে।

সূত্র : আরব নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments