Sunday, March 26, 2023
spot_img
Homeধর্মমসজিদুল হারামে ভ্রাম্যমাণ পাঠাগার চালু

মসজিদুল হারামে ভ্রাম্যমাণ পাঠাগার চালু

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন। হারাম শরিফের কিং আবদুল্লাহ সম্প্রসারিত প্রাঙ্গণে মসজিদুল হারামের পাঠাগার ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে তা চালু হয়। মসজিদুল হারামের সাধারণ পরিষেবা বিভাগের প্রধান আফনান আল-লুকমানি জানান, মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্যোগ নেওয়া হয়।

এর মাধ্যমে সহজেই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে। আল-হারাম আল-মাক্কি লাইব্রেরির সুরক্ষিত গ্রন্থাবলির সরবরাহ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের নির্বাচিত বই সহজেই পড়তে পারবেন মুসল্লিরা।

মসজিদুল হারামের যোগাযোগ বিভাগের প্রধান বুশরা আল-মাহামাদি জানান, পবিত্র হারামাইন পরিকল্পনা-২০২৪ ও সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ সব ধরনের সেবা ও উদ্যোগে সর্বোচ্চ মান বজায় রাখছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে ‘নলেজ কার্ট’ ও অন্যান্য উদ্যোগগুলো মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments