Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকমরিশাসকে মালদ্বীপ ভেবে ‘আক্রমণ’, ভারতীয়দের ভুল ভাঙাল দ্বীপরাষ্ট্র

মরিশাসকে মালদ্বীপ ভেবে ‘আক্রমণ’, ভারতীয়দের ভুল ভাঙাল দ্বীপরাষ্ট্র

নতুন বছরে ভারতীয় পর্যটকদের জন্য একটি পোস্ট করেছিল মরিশাস। আর সেই থেকেই শুরু যত বিভ্রান্তির। মরিশাসকেই ভুল করে মালদ্বীপ ভেবে তেলে-বেগুনে জ্বলে ওঠেন কয়েকজন ভারতীয়। রাগের বসে সোশাল মিডিয়ায় দ্বীপরাষ্ট্রটিকে আক্রমণ করতে শুরু করেন তারা। যার পর আসরে নামে মরিশাস। সকলের ভুল ভাঙিয়ে জানানো হয়, মালদ্বীপ আলাদা দেশ।

গত মাস দুয়েক ধরে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। দ্বীপরাষ্ট্রটির কয়েকজন নেতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য়ের জেরে রাগে ফুঁসছেন ভারতীয়রা। এবার সেই পানি গড়াল মরিশাস পর্যন্ত। জানা গিয়েছে, ‘মরিশাস টুরিজম (ইন্ডিয়া)’ নামে এক অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়। যেখানে মরিশাসের তরফে বলা হয়, ‘২০২৪ সালে সকল ভারতীয়দের আমাদের দেশে স্বাগত। এখানে আসুন আমাদের দেশের শক্তি অনুভব করুন। নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের জন্য অপেক্ষা করছে। আজই আপনার ছুটির পরিকল্পনা করে নিন।’

এই পোস্টটি দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন ভারতীয়। একজন লেখেন, ‘যদি আপনারা আমাদের এবং আমাদের প্রধানমন্ত্রীকে অসম্মান করেন তাহলে আমরা মরিশাসে যেতে আগ্রহী নই।’ অন্য আরেকজন লেখেন, ‘আমাদের ঘোরার জন্য নিজেদের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ আছে। আমরা মরিশাস যেতে চাই না।’ এর পরই সকলকে ভুল ভাঙানোর জন্য আসরে নামে মরিশাস। ফের সেই অ্যাকাউন্টে পোস্ট করে লেখা হয়, ‘এটা মরিশাস, মালদ্বীপ নয়। দুটি সম্পূর্ণ আলাদা দ্বীপ।’

উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজ্জুর দলের একাধিক নেতা। এমনকী ভারতের সমুদ্র সৈকতগুলো নোংরা, দুর্গন্ধযুক্ত বলেও কটাক্ষ করেন সেদেশের কয়েকজন নেতা। তার পরই নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। বহু তারকা থেকে সাধারণ মানুষ সোশাল মিডিয়ায় মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে যাওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments