Saturday, April 1, 2023
spot_img
Homeবিনোদনমমকে নিয়ে যা বললেন আবুল হায়াত

মমকে নিয়ে যা বললেন আবুল হায়াত

অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। সম্প্রতি তিনি একটি নতুন নাটক পরিচালনা করেছেন। নাম ‘ওলট পালট’। রাবেয়া খাতুনের লেখা গল্পের এ নাটকটির নাট্যরূপ দিয়েছেন নির্মাতা।

এ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। প্রায় দুই বছর আগেও একবার আবুল হায়াতের পরিচালনায় কাজ করেছেন মম। নির্মাতা জানিয়েছেন এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে।

আবুল হায়াত বলেন, ‘সহশিল্পী হিসেবে এর আগে মম আমার সঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছে। আমার নির্দেশিত নাটকেও অভিনয় করেছে। অভিনেত্রী হিসেবেও সে খুব ভালো। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

শিগগিরই নাটকটি চ্যানেলে আইতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে মম অভিনীত খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ নামে একটি সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এতে মম’র অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments