বিড়াল ভালোবাসেন, পুষতে চান, কিন্তু নানা কারণে তা সম্ভবপর হয়ে উঠছে না? এমন সব মানুষের জন্যই নির্মাতা হাইডিয়া তৈরি করেছে গেম—ক্যাটস অ্যান্ড স্যুপ। বিড়াল করে মনকে শান্ত, স্যুপ খেলেও পাওয়া যায় প্রশান্তি—এই চিন্তা থেকেও দুটি জিনিসকে একত্র করে গেমটি তৈরি করা হয়েছে। গত বছর গুগল প্লের দেওয়া সেরা ৩ ইন্ডি গেম অ্যাওয়ার্ড বিজয়ীর তালিকায় ছিল এটি। এতে নেই অ্যাকশন বা পাজল, অথবা স্ট্র্যাটেজি বা শিক্ষণীয় কিছু।
বিজ্ঞাপনগেমের লক্ষ্য একটাই—খেললে যাতে গেমারের মন হয়ে যায় ভালো।
গেমারের মূল কাজ স্যুপ রান্না। তার জন্য খাটবে সুন্দর সব বিড়াল। স্যুপ তৈরি হয়ে গেলে সেটি বিক্রি করে পাওয়া যাবে কয়েন। সেগুলো খরচ করে স্যুপ তৈরির নানা ধরনের সরঞ্জাম কেনা যাবে। রাঁধুনি বিড়ালকে সাহায্য করার জন্য পাওয়া যাবে আরো কিছু বিড়াল, তাদের জন্য তৈরি করতে হবে বাড়তি স্টেশন, যাতে স্যুপের জন্য প্রয়োজনীয় রসদ তারা জোগাড় দিতে পারে।
বিড়ালগুলো টানা খাটতে থাকবে তা নয়, তাদের দিতে হবে বিশ্রাম। একাধিক বিড়াল দল তৈরি না করে গেমে এগোনো যাবে না। নতুন সব স্যুপের রেসিপি করতে হবে আনলক, সেগুলোর মূল্যও পাওয়া যাবে বেশি। বড়সড় বিড়াল দল তৈরি হয়ে গেলে আর গেমটি নিয়ে বসে থাকতে হবে না, কয়েক ঘণ্টা পর পর তাদের কাজকর্ম খেয়াল করলেই হবে। মূলত কিউট গ্রাফিকস দেখা আর বিড়াল সংগ্রহ করাই গেমটির মূল অংশ।
গেমের গ্রাফিকস খুবই কিউট কার্টুনের মতো, জাপানি এনিমের সঙ্গে মিল আছে। এনিমেশনও কার্টুনের মতোই। প্রতিটি বিড়ালের ডিজাইন সর্বোচ্চ কিউটনেসের জন্য করা হয়েছে বিষয়টি স্বীকার করেছেন স্বয়ং গেমটির নির্মাতা। ফলাফল অত্যন্ত দৃষ্টিনন্দন একটি গেম, কিন্তু চালাতে শক্তিশালী ডিভাইসের প্রয়োজন নেই।
দুর্বলতা গেমটির ইন-অ্যাপ পারচেস সিস্টেম। আসলে বর্তমান সময়ের প্রতিটি ফ্রি মোবাইল গেমের মধ্যেই এ বিষফোড়ার দেখা মিলছে। কিছুক্ষণ গেম খেলার পরই শুরু হয় এই জ্বালাতন, টাকা দিয়ে জেম না কেনা পর্যন্ত নতুন সব জিনিস আনলক করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। কিছু সময় বিজ্ঞাপনও দেখতে হবে শুধু অতিরিক্ত সময় নষ্ট না করার জন্য।
খেলতে পারবে
সব বয়সীরা।
খেলতে যা লাগবে
অন্তত অ্যানড্রয়েড ৫, ১ গিগাবাইট র্যামের ডিভাইস।
ডাউনলোড লিংক
https://urlzs.com/oyTFy [AÅvbWÈGqW]
https://apps.apple.com/ph/app/cats-soup/id1581431235 [আইওএস]