২০১২ সাল থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেব পালিত হয়ে আসছে। আরবি ভাষা দিবসের মূল প্রতিপাদ্য আরবি ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখা। সে লক্ষ্যে এ বছরের আরবি ভাষা দিবসে অন্যান্য আরব দেশের মতো সৌদি আরবেও নেওয়া হয়েছিল আরবি সংস্কৃতি সংরক্ষণে বহুমুখী কার্যক্রম। আরবি ভাষা দিবসকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দা পৌরসভার অধীন সড়কসেতুর দুই পাশে নান্দনিক আরবি ক্যালিগ্রাফি বোর্ড স্থাপন করা হয়েছে।
যুবরাজ মাশআল বিন মাজিদের সৌজন্যে এবং আরো কয়েকটি নগর উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেদ্দা-মদিনা মহাসড়কের বিভিন্ন সেতুতে অন্তত ৫০টি ক্যালিগ্রাফি বোর্ড লাগিয়ে সেতুর সৌন্দর্য বর্ধন করা হয়। তিন মিটার উঁচু ও ৭১ মিটার দীর্ঘ এসব বোর্ডকে নানা রঙের আরবি বর্ণে সজ্জিত করা হয়েছে।
জেদ্দা কমিউনিটি সার্ভিসের উপসচিব প্রকৌশলী আয়েজ বিন আলি আজ-জাহরানি বলেন, ‘আরবি হলো সেমিটিক ভাষাগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও বহুল প্রচলিত ভাষা। যেকোনো ভাষার লিপি-বিন্যাস ও লিপি-কাঠামো থেকে আরবি ভাষার বিন্যাস ও কাঠামো বেশি সুন্দর ও মনকাড়া। এ জন্য আরবি ভাষার ক্যালিগ্রাফির সৌন্দর্যও মানুষকে আকৃষ্ট করে। সে থেকেই রাস্তার সৌন্দর্য বর্ধনে আমরা এই পদ্ধতির অনুসরণ করেছি।’
প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৪৫ কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে। তা ছাড়া সমগ্র মুসলিম উম্মাহও ধর্মীয় ক্ষেত্রে আরবি ভাষা ব্যবহার করে। তাদের ইবাদত-বন্দেগিও এই ভাষায়ই সম্পাদিত হয়।
তথ্যসূত্র : ওকাজ