Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার

মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার

মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগর অঞ্চলে বিশাল তেলখনি আবিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রাগন অয়েল কোম্পানি। এটা গত ২০ বছরের মধ্যে এ অঞ্চলে আবিষ্কৃত সবচেয়ে বড় তেলখনি। মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, এ তেলখনিতে ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আছে।

মিসর-২০২২ সম্মেলনের সাইডলাইনে হওয়া এক বৈঠকে পর এ বিষয়টি নিশ্চিত করা হয় যে মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার করা হয়েছে। ওই বৈঠকে মিসরের পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা ও ড্রাগন অয়েল কোম্পানির নির্বাহী পরিচালক আলি আল-জারওয়ান উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি গ্রুপের (ই্এনওসি) সহায়ক প্রতিষ্ঠান হলো ড্রাগন অয়েল কোম্পানি। ২০১৯ সালে এ কোম্পানিটি ইজিপ্সিয়ান বিপির সকল সম্পদ কিনে নেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments