Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলামদ-জুয়ার সঙ্গে কখনো ছিলাম না: টেন্ডুলকার

মদ-জুয়ার সঙ্গে কখনো ছিলাম না: টেন্ডুলকার

ভারতের গোয়ার বিগ ডেডি নামের একটি ক্যাসিনো প্রতিষ্ঠান কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছবি ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণা চালিয়েছে। 

তাদের দাবি টেন্ডুলকার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন।

বিষয়টি নজরে এসেছে শচিন টেন্ডুলকারের নিজের। টুইটারে সকলকে সতর্ক করে লিটল মাষ্টার জানিয়েছেন, তিনি কোনো ক্যাসিনোর সঙ্গে চুক্তি করেননি। মানুষের সঙ্গে প্রতারণা করায় এখন ওই ক্যাসিনোটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। 

টেন্ডুলকার আরও জানিয়েছেন তিনি কখনো মদ-জুয়া ও তামাকজাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হননি।

এ ব্যপারে টুইটারে টেন্ডুলকার বলেন, আমার নজরে এসেছে আমার ছবি ব্যবহার করে একটি ক্যাসিনো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে।

পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমি কখনো মদ-জুয়া ও তামাকের সঙ্গে ছিলাম না। এটি আমাকে কষ্ট দিচ্ছে যে, আমার ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

আমার আইনি দল এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তার আগে আমি মনে করেছি, সকলকে বিষয়টি জানানো উচিত। 

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments