Sunday, October 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমটরোলা কিনে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

মটরোলা কিনে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

এই রমজানে মটরোলা ফোন কিনলে নির্বাচিত ক্রেতাদের মালদ্বীপ ভ্রমণের সুযোগ করে দেবে মটরোলা। অফারটি চলবে রমজানের চাঁদ রাত পর্যন্ত। দুই দিন তিন রাত মালদ্বীপ ভ্রমণের এই অফার পাবেন একাধিক ক্রেতা। মালদ্বীপ ভ্রমণ ছাড়াও নিশ্চিত উপহার হিসেবে আরো থাকছে ১.৫ টন এয়ার কন্ডিশনার, বাটার গিফট ভাউচার এবং এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

মটরোলার এই ক্যাম্পেইনে পাঁচটি মডেলের সেটের ওপর থাকছে অফারগুলো। মডেলগুলো হলো—ই৭ পাওয়ার (১৩ হাজার ৯৯৯ টাকা), ই৪০ (১৫ হাজার ৯৯৯ টাকা), জি৪০ ফিউশন (২৫ হাজার ৯৯৯ টাকা), জি৬০ (২৮ হাজার ৯৯৯ টাকা) এবং ৬/১২৮ গিগাবাইটের এজ২০ ফিউশন ৫জি (৩৬ হাজার ৯৯৯ টাকা) অথবা ৮/১২৮ গিগাবাইটের এজ২০ ফিউশন ৫জি (৩৮ হাজার ৯৯৯ টাকা)।

মটরোলার অফারটি পেতে ক্রেতাকে অবশ্যই মটোরোলার ব্র্যান্ড শপ অথবা নিকটস্থ যেকোনো শোরুম অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ারের যেকোনো আউটলেট থেকে মটরোলার স্মার্টফোন কিনতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments