ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে করোনার ভ্যাকসিন পেতে অন্যদেশগুলোকে ধৈর্য ধরতে বলেছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার ভারত ছাড়া অন্য দেশগুলোর প্রতি এই অনুরোধ জানানো হয়। সিরাম বলছে, করোনার টিকার ক্ষেত্রে ভারতের প্রয়োজনীয়তার দিকটিকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেয়া হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ এই টিকা নিচ্ছে।
সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক টুইটে বলেন, দয়া করে ধৈর্য ধারণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। ভারতের বিপুল প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেয়ার জন্য সিরাম ইনস্টিটিউটকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বাকি বিশ্বের প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্য রাখতে বলা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছি।।