Monday, May 29, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিভুল করার শঙ্কা নিয়েই বার্ড উন্মুক্ত করল গুগল

ভুল করার শঙ্কা নিয়েই বার্ড উন্মুক্ত করল গুগল

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুটিকয়েক ব্যবহারকারীকে বার্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। বার্ড.গুগল.কম ওয়েবসাইটের অপেক্ষমাণদের তালিকায় থাকা ব্যক্তিরাও ধীরে ধীরে সুযোগ পাবে। তবে পুরোপুরিভাবে কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে গুগল কিছু জানায়নি। সীমিতভাবে উন্মুক্ত করলেও গুগলের মূল কম্পানি অ্যালফাবেটের শেয়ার ৪ শতাংশ বেড়ে যায়। গুগলের বাছাই করা ১০ হাজার ব্যবহারকারীর কাছে বার্ড উন্মুক্ত করার বিষয়ে মঙ্গলবার কর্মীদের কাছে একটি ই-মেইল বার্তা পাঠান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এ বিষয়ে তিনি বলেন, যত বেশিসংখ্যক মানুষ বার্ড ব্যবহার করবে ততই অবাক হওয়ার মতো তথ্য পাওয়া যাবে। অনেক কিছুই পরিকল্পনামতো ঘটবে না। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বা মতামত এআইটির প্রযুক্তিগত উন্নয়ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পিচাই আরো জানান, গুগলের ৮০ হাজার কর্মী বার্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। যারা এখন বার্ড ব্যবহার করবে, তাদের মধ্যে বার্ড কিভাবে সৃষ্টিশীলতা ও কৌতূহল বাড়াতে সাহায্য করে, তা দেখতে তিনি বেশ উদগ্রীব বলেও জানান পিচাই। ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন বা ল্যাম্বডা প্ল্যাটফরমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বার্ড।

               সূত্র : সিএনবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments