উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়া রিয়াল। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেছেন ডানজুমা। আগামী ১২ই এপ্রিল দিবাগত রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বায়ার্ন।
৬২ ভাগ বলের দখল এবং ২২টি শট নিয়েও গোলের দেখা পায়নি জার্মান চ্যাম্পিয়নরা। বিপরীতে ১২শটের একটি লক্ষ্যে রাখে ভিয়ারিয়াল।
অষ্টম মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। গোললাইনের উপর থেকে লো সেলসোর কাট ব্যাক পারেহো গোলের উদ্দেশ্যে শট নিলেও ফাকায় থাকা ডানজুমা পা লাগিয়ে জাল খুঁজে নেন। ৪১ মিনিটে ককেলিন বল জালে জড়িয়েছিলেন কিন্তু ভিএআর চেকে রেফারি অফ সাইডের বাঁশি বাজান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করে বায়ার্ন। তবে কিছুতেই কাজ হয়নি, ভাঙতে পারেনি ভিয়ারিয়ালের রক্ষণ। শেষ ৪৫ মিনিটে ১৭টি শট নিয়েও গোল পায়নি জার্মান চ্যাম্পিয়নরা।
প্রথম লেগ হারলেও দ্বিতীয় লেগ হবে বায়ার্নের মাঠে। তাই সেমিতে যাওয়ার সুযোগ থাকছেই। ফিরতি লেগে ২-০ গোলে জিতলেই কাজ হয়ে যাবে লেভানদোস্কিদের। আর ভিয়ারিয়াল কোনোমতে ড্র করতে পারলেই চলে যাবে সেমিতে।