Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিভিভো ওয়াই৩৩এসে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ভিভো ওয়াই৩৩এসে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

ক্যামেরা ও পাওয়ারফুল পারফরম্যান্সের সমন্বয় করা হয়েছে ‘ভিভো ওয়াই৩৩এস’-এ। ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ছাড়াও সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি দিয়ে আরো ৪ গিগাবাইট র‌্যাম বাড়ানো যাবে। এই বাড়তি র‌্যাম দিয়ে বাড়তি ২৫টি অ্যাপ একই সময়ে ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যাবে।

সঙ্গে ১২৮ গিগাবাইট রম তো থাকছেই। স্মার্টফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারিকে সমর্থন দিতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। স্মার্টফোনটির ‘ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি’ ফিচারের কল্যাণে শতভাগ চার্জ হয়ে যাওয়ার পর নিজ থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দেবে ওয়াই৩৩এস। ফলে অতিরিক্ত চার্জ নিয়ে স্মার্টফোন গরম হয়ে যাওয়া বা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো ভয় থাকছে না। ২ এপ্রিল থেকে বাংলাদেশের সব অনুমোদিত ভিভো আউটলেটে পাওয়া যাচ্ছে এই ফোন। এর মূল র‌্যাম ৮ গিগাবাইট। মিরর ব্ল্যাক ও স্টারি গোল্ড রঙের এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২০ হাজার ৯৯০ টাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments