Saturday, July 27, 2024
spot_img
Homeবিচিত্রভিন্ন বছরে একই তারিখে তিন সন্তান প্রসব

ভিন্ন বছরে একই তারিখে তিন সন্তান প্রসব

ফিলিপাইনের এক মা পাম ফায়ে হ্যাজেল ক্যাবানিরো। তিনি তিন সন্তানের মা। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো তিন সন্তানই জন্ম নিয়েছে তিন বছরের ব্যবধানে। তবে তাদের সবার জন্মদিন ২৭শে জানুয়ারি। ওই মা তার সন্তানদের জন্মসনদ শেয়ার করার পর চারদিকে ব্যাপক আলোচনা চলছে। হচ্ছেন সংবাদ শিরোনাম। পাম ফায়ে হ্যাজেল ক্যাবানিরোর বাড়ি ফিলিপাইনের ল্যাগুনা প্রদেশে। তিনি বলেছেন, সন্তানরা সব একই তারিখে জন্মেছে। এটা কোনো পরিকল্পনা অনুযায়ী হয়নি। তিনি এমন আশাও করেননি।

সৃষ্টিকর্তার তরফ থেকে এমন আশীর্বাদ এসেছে তার কাছে। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, প্রতি তিন বছর পরে ঠিক ২৭শে জানুয়ারি জন্ম হয়েছে আমার একটি একটি করে সন্তান। এই তারিখটি আমার গর্ভাশয় হয়তো খুব পছন্দ করেছে। তার এই টুইটটিতে কমপক্ষে ৯ হাজার মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। শেয়ার হয়েছে কমপক্ষে ৩৫০০ বার। একই পোস্টে তিনি সন্তানদের জন্মসনদ শেয়ার করেছেন। তারা জন্মেছে ২০১৭, ২০২০ এবং ২০২৩ সালে। তিনি ও তার স্বামী হার্বার্ট ক্যাবানিরো বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়েছে সন্তানদের। এক্ষেত্রে কোনো প্রতারণার আশ্রয় নেয়া হয়নি। তবে এমন ঘটনা বিরল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এমন ঘটনা ঘটে ১৭৭০ কোটিতে একটি।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments