Friday, July 26, 2024
spot_img
Homeবিনোদনভাষার মাসে মুক্তি পাচ্ছে মারমা ভাষার প্রথম ছবি ‘গিরিকন্যা’

ভাষার মাসে মুক্তি পাচ্ছে মারমা ভাষার প্রথম ছবি ‘গিরিকন্যা’

ভাষার মাস ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গিরিকন্যা’। ভাষার মাসেই ডা. মং ঊষা থোয়াই প্রযোজিত ও প্রদীপ ঘোষ পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আলোচক হিসেবে থাকবেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি শংকর সাঁওজাল।

‘গিরিকন্যা’ ছবির আরেকটি পোস্টার।

নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সন্মান জানাতেই ছবিটি নির্মাণ করেছি। ছবিটির কাহিনীতে স্থান পেয়েছে পরিবেশ রক্ষার বার্তাও। ’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments