Saturday, December 9, 2023
spot_img
Homeবিনোদনভালোবাসা হলো আইসক্রিমের মতো

ভালোবাসা হলো আইসক্রিমের মতো

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি চলতি মাসেই স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান। সেখানে থাকাকালে ওই সময়টায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার একটি ফোনকল ফাঁস হয়। ওমরাহ শেষে দেশে ফিরে আবারো সব কিছু নতুনভাবে শুরু করছেন এই নায়িকা। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও।

এর মধ্যেই বুধবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবিসহ ভালোবাসার বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতাই যেন তুলে ধরেছেন।

মাহি তার পোস্টে লিখেছেন- ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রুপ আর ফিরে পাবে না।’

ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লেখেন- কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’

মাহি আরও যোগ করেন- ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতো রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেওয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments