Friday, September 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAভার্জিনিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ২

ভার্জিনিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানের বাইরে গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন, তাদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬ বছর। আহতদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোর রয়েছেন। এ ছাড়া ৩১ বছর বয়সি এক তরুণের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাসসংলগ্ন একটি থিয়েটারের কাছে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে গুলি চালানোর ঘটনায় একজন ১৯ বছর বয়সি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আটক যুবক ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যান। কিছুক্ষণ পর চারটি হ্যান্ডগানসহ ধরা পড়েন তিনি।

রিচমন্ড পুলিশপ্রধান রিক অ্যাডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানান, হঠাৎ গুলির শব্দে ভিড়ের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

তিনি জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে সেকেন্ড-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments