Monday, March 27, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিভার্চুয়ালি জুতা পরে দেখার সুযোগ দেবে অ্যামাজন

ভার্চুয়ালি জুতা পরে দেখার সুযোগ দেবে অ্যামাজন

অনলাইনে জুতা কেনার প্রক্রিয়া আরো সহজ করতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এনেছে ‘ভার্চুয়াল ট্রাই অন শুজ’ ফিচার। জুতাটি সব দিক থেকে যাচাই করে দেখার সুযোগ দেবে ফিচারটি। আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্যই এ সুবিধা আনতে যাচ্ছে অ্যামাজন। ফিচারটি ব্যবহার করে দেখতে চাইলে অ্যামাজনের আইওএস বা অ্যানড্রয়েড অ্যাপে ঢুকতে হবে।

জুতা সার্চ করে বাছাই করার পর ছবির নিচে ‘ভার্চুয়াল ট্রাই অন’ নামের একটি বাটন দেখা যাবে। এরপর পায়ের দিকে ক্যামেরা তাক করলে ফোনের স্ক্রিনে ভেসে উঠবে জুতা পরা পায়ের ছবি। এতে জুতাটি পরার পর কেমন দেখাচ্ছে তা সহজেই জানা যাবে। শুধু তা-ই নয়, ভার্চুয়াল জুতাটির রংও পরিবর্তন করা যাবে। চাইলে ভার্চুয়ালি জুতা পরা অবস্থায় ছবি তুলে বন্ধুদের সঙ্গে তা শেয়ারও করা যাবে। অ্যামাজনের প্রেসিডেন্ট অব ফ্যাশন মুগে এরদিরিক দোগান জানিয়েছেন, ‘ক্রেতাদের সাড়া পেলে অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে ফিচারটি ব্যবহারের পরিধি আরো বাড়ানো হবে। ’ সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments