বৈশ্বিক মহামারি করোনায় এই লকডাউনের মধ্যে মদ পান বাড়িয়েছেন ভারতীয়রা! কলকাতায় মদ বিক্রি বেশি হওয়ায় সরকারি খাতে যে ভ্যাট জমা হয়েছে, তাতে রাজ্যের ঘাটতি প্রায় শেষ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। গণমাধ্যমটি বলছে, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত রাজ্যে মদ বিক্রি থেকে পাওয়া শুল্ক গত বছর এই সময়ে যা ছিল তার থেকে মাত্র ২ শতাংশ কম!জানা যায়, ভারতে মার্চ মাস থেকে ৪২ দিন মদের দোকান বন্ধ ছিল। রাজ্য আবগারি দপ্তর জানায়, মে থেকে আগস্ট পর্যন্ত মদ বিক্রি থেকে রাজ্যের কোষাগারে জমা পড়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি। গত বছর এই সময়ে রাজ্যের আয় হয়েছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে মদ বিক্রিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। গত বছরে এই সময়ে সবকিছু চালু ছিল। সেই হিসেবে চলতি বছর মদের বিক্রি বেশি। কারণ রাজ্যে প্রায় ২৫০০ মদের দোকান বন্ধ আছে।তবে দোকানদাররা বলছেন, রাজ্য সরকার মদের উপর ৩০ শতাংশ বাড়তি কর ধার্য করায় করের ঘাটতি হয়নি তেমন। তবে মদের বিক্রির পরিমাণ কমেছে।এর আগে লকডাউনের মধ্যে দেশটিতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। অবশ্য একটা সময় পর সেই নির্দেশ তুলে নেয়া হয়। সীমিত আকারে মদ কেনা বেচার অনুমতি দেয়া হয়। তখন বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে মানুষের ঢল নামে। এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটতে দেখা গেছে।