ভারতে ক্রমশ ব্যবসা বাড়ছে বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান। গত বছর থেকে এই বছর অ্যাপলের পণ্যের চাহিদাও বেড়েছে বহুগুণে। গত শুক্রবার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি আর্থিক বছরে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে অ্যাপল। তিনি আরো বলেন, ২০২১ আর্থিক বছরে উদীয়মান ব্যবসা থেকে প্রায় এক-তৃতীয়াংশ রাজস্ব অর্জন করেছে। যদিও ভারতে অ্যাপলের চাহিদা ক্রমবর্ধমান, তবে কভিড পরিস্থিতির জন্য কিছু সীমাবদ্ধতা থাকায় আশানুরূপ সাফল্য পায়নি। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চতুর্থ ত্রৈমাসিক সময়কালে প্রায় ৮৩.৪ বিলিয়ন ডলার মুনাফা করেছে। টিম কুক জানিয়েছেন, ভারতে যেভাবে অ্যাপলের জনপ্রিয়তা বাড়ছে, তাতে ভবিষ্যতে কিভাবে এই চাহিদা বাড়ানো যায় তাতে নজর দেবেন তাঁরা। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।