ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার পাঞ্জাবের মানসা জেলার জওহরকে গ্রামে অজ্ঞাত আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন তিনি।
এসময় তাঁকে দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিধু। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। মানসা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তুরার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
সিধু মুসওয়ালা হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে কংগ্রেস।
মানসা জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. রঞ্জিত রায় বলেন, আহত বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, সিধু মুসওয়ালা একটি মাহিন্দ্র গাড়ি চালাচ্ছিলেন। এসময় আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাঁকে দ্রুত মানসা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
মানসা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তুরা বলেন, ব্বন্দুকধারীদের গুলিতে সিধু মুসওয়ালা নিহত হয়েছে। পুলিশকে আততায়ীদের ধরতে তৎপরতা চালাচ্ছে।
শনিবারই ৪২৪ জন ব্যক্তির থেকে নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব পুলিশ। তার মধ্যে একজন ছিলেন সিধু মুজওয়ালা। নিরাপত্তা তুলে নেওয়ার একদিনের মধ্যেই গুলিতে নিহত হলেন তিনি। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ৬৩ হাজার ভোটের ব্যবধানে আপ-র) প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিতও হয়েছিলেন তিনি।
গত মাসে খবরের শিরোনামে উঠে এসেছিলেন সিধু মুজওয়ালা। আম আদমি পার্টিকে কটাক্ষ করে একটি গান তৈরি করেছিলেন তিনি। গানের নাম স্কেপগোট। গানে আম আদমি পার্টির সাপোর্টারদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করে বিতর্কের মুখে পড়েছিলেন সিধু মুজওয়ালা। গানের মাধ্যমে বেশ কিছু সম্প্রদায়কে বারবার ক্ষিপ্ত করেছিলেন বলে, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।
সূত্র- টাইমস অফ ইন্ডিয়া