Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ভারতে এখনও শেষ হয়নি ‘দ্য কেরালো স্টোরি’ বিতর্ক। এর মাঝেই মুক্তি পেতে চলেছে আরও একটি বিতর্কিত সিনেমা। যার নাম ‘৭২ হুরাইন’। গত রবিবার (৪ জুন) ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের দাবি, আরও একটি ‘প্রোপাগান্ডা’ সিনেমা আসতে চলেছে।

সঞ্জয় পূরণ সিং চৌহানের ‘৭২ হুরাইন’ সিনেমার ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের কথা। আর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, “আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।”

এদিকে ‘৭২ হুরাইন’ সিনেমার ফার্স্টলুক টিজার প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির সহ প্রযোজক অশোক পণ্ডিত ও পরিচালক সঞ্জয় পুরাণ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, “শুভেচ্ছা রইল, এই সিনেমাটি সিনেমা হল কাঁপিয়ে দেবে।”

সিনেমাটির পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের বলেন, “দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।”

‘৭২ হুরাইন’ সিনেমাটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, “এই সিনেমাটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। কিভাবে এই বিষয়গুলো শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।”

জানা গেছে, আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘৭২ হুরাইন’ সিনেমাটি। যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা, আমির বশির, রশীদ নাজ প্রমুখ। প্রযোজনায় ছিলেন গুলাব সিং তানওয়ার, কিরণ ডাগর ও অনিরুদ্ধ তানওয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments