Friday, April 19, 2024
spot_img
Homeআন্তর্জাতিকভারতে এক দিনেই করোনায় আক্রান্ত 'আড়াই লাখ'

ভারতে এক দিনেই করোনায় আক্রান্ত ‘আড়াই লাখ’

ভারতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন এবং মারা গেছে ৩৮০ জন।

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ভারতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর আগে দেশটিতে ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ৭২০ জন এবং মারা গেছে ৪৪২ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা বেড়ে গেলেও মৃত্যুর সংখ্যা কমেছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জন এবং মারা গেছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে তিন কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৩৬১ জন। ভারতে করোনায় সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।
সূত্র : এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments