Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকভারতের উপর চাপ বাড়ছে! চীন-পাকিস্তানের বিআরআই প্রকল্পের অংশ আফগানিস্তানও

ভারতের উপর চাপ বাড়ছে! চীন-পাকিস্তানের বিআরআই প্রকল্পের অংশ আফগানিস্তানও

তালেবানশাসিত আফগানভূমে বিপুল বিনিয়োগ করবে চীন। পাকিস্তানের পর এবার আফগানিস্তানও অংশ হতে চলেছে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) প্রকল্পের। ইসলামাবাদে বসে চুক্তি স্বাক্ষরিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং। তাদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তালেবান প্রশাসনের অংশ মৌলবি আমির খান মুত্তাকি।

বেল্ট অ্যান্ড রোড বা বিআরআই প্রকল্প হল পুরনো সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ-আফ্রিকা পর্যন্ত বাণিজ্য পথ। যা নতুন করে পুনরজ্জীবিত করতে চাইছে চীন। এই রুটের একটা অংশ আজাদ কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে। যা ভারত-চীন সম্পর্ক অবনতির অন্যতম কারণ। নয়াদিল্লির উপর চাপ বাড়িয়ে পাকিস্তান ও চীনের মধ্যে তৈরি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড। এবার সেই প্রকল্পের অংশ হচ্ছে আফগানিস্তানও। স্বাভাবিকভাবে যা নয়াদিল্লির চিন্তা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার ইসলামাবাদে ছিলেন চীনের বিদেশমন্ত্রী কিন গং। উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। হাজির ছিলেন আফগান প্রতিনিধি মৌলবি আমির খান মুত্তাকি। সেখানেই মানবিকতার খাতিরে পাকিস্তান ও চীন, আফগানিস্তানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যৌথ বিবৃতি দিয়ে পাকিস্তান-চিনের তরফে জানানো হয়, ‘চীন ও পাকিস্তান একমত যে, মানবিকতার খাতিরে আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে সহায়তা করা হবে। তারই অঙ্গ হল সিপিইসির সম্প্রসারণ।’

এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। এর ফলে ঋণগ্রস্ত আফগানিস্তানের কিছুটা অর্থনৈতিকভাবে সহায়তা পাবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র: নিউজ ১৮।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments