উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে গন্ডার শিকার বন্ধে আসাম সরকারের প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাম সরকারের প্রশংসা করেছেন ডি ক্যাপ্রিও।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘টাইটানিক’ তারকা একটি নোট লিখেছেন আসাম সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বিপন্ন বৃহত্তর এক শিংওয়ালা গন্ডারের শিকার বন্ধে আসামের কৃতিত্বের প্রশংসা করেছেন তিনি।

নিজের নোটে লিওনার্দো লিখেছেন, “২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৯০টি বৃহত্তর এক শিংয়ের গণ্ডার হত্যার মতো ঘটনা ঘটেছে আসামে। ২০২১ সালে ভারতের আসাম রাজ্য সরকার তাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বিপন্ন বৃহত্তর এক-শিং গণ্ডার শিকার বন্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল৷২০২২ সালে তারা তাদের লক্ষ্য পূরণ করেছে। ১৯৭৭ সালের পর প্রথমবারের মতো এই এলাকায় কোনো গন্ডার শিকার করা হয়নি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ২,২০০টি বৃহত্তর এক-শিংওয়ালা গন্ডার রয়েছে, যা বিশ্বে এই প্রানীটির সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। ভারতের আসাম সরকারের এই বিজয় আরো ভাল খবর নিয়ে এসেছে। বিশ্ব বন্যপ্রাণী তহবিল জানিয়েছে, ২০ শতকের শুরুতে বিরল এই গন্ডারের সংখ্যা বিশ্বজুড়ে ২০০ থেকে বেড়ে প্রায় ৩৭০০ হয়েছে।”
ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমিতে অবস্থিত আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিশ্বব্যাপী এক শিংওয়ালা গন্ডারের সবচেয়ে বড় আবাসস্থল এবং সারা বিশ্ব থেকে দর্শনার্থী ও পর্যটকরা এখানে আসে নিয়মিত।

হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও একজন প্রবল পরিবেশবাদী হিসেবেই খ্যাত। বন্যপ্রাণীদের সাহায্যে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার এলডিএফ (লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন) প্রকল্পের মাধ্যমে তিনি বিপন্ন প্রজাতি রক্ষার জন্যও কাজ করছেন। ২০১০ সালে দেশের বন্য বাঘ সংরক্ষণের জন্য একটি নেপালী সংরক্ষণ প্রকল্পে ১ মিলিয়ন ডলার দান করেছে লিওনার্দোর এলডিএফ।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া