Monday, March 20, 2023
spot_img
Homeখেলাধুলাভয়ংকর পেসারের হাতে মায়াবী গিটার

ভয়ংকর পেসারের হাতে মায়াবী গিটার

ক্যারিবিয়ান ক্রিকেটের সোনালি যুগের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের আতঙ্ক। ভয়ংকর সব স্পেলে গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। সেই ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের অন্য একটি গুণের কথা অনেকেরই অজানা। একটা সময় যিনি বল হাতে ২২ গজে ঝড় তুলতেন, তিনি এখন গিটারের তারে ঝংকার তোলেন। 

২০০০ সালে খেলা ছাড়ার পর সংগীতের দিকে মনোযোগ দেন অ্যামব্রোস। ২০১১ সালে যোগ দেন ‘স্পিরিটেড’ ব্যান্ডে। এই ব্যান্ডে আরো একজন ক্যারিবিয়ান কিংবদন্তি আছেন। তিনি উইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার রিচি রিচার্ডসন। অ্যামব্রোসের হাতে বাজে বেইজ গিটার আর রিচার্ডসন বাজান রিদ্মিক গিটার। দুজন নারী ভোকালিস্ট হলেন তমা বোস্টন ও নাদিয়া কেলম্যান। অ্যান্টিগার সীমানা ছাড়িয়ে পুরো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ‘স্পিরিটেড’ ব্যান্ডের বেশ জনপ্রিয়তা আছে।

অ্যামব্রোসের প্রিয় শিল্পীদের মধ্যে আছেন পিটার তোশ, বব মার্লে, বানি ওয়েলার, বেরেস হ্যামন্ড, লাকি দুবেরা। নিজের ব্যান্ড নিয়ে অ্যামব্রোস বলেছেন, ‘আমরা যখন লাইভ পারফর্ম করি, তখন সেটা অনেকটা রোড-শোর মতো হয়; যেটা ব্যান্ডের সদস্য থেকে শুরু করে ভক্তরা সবাই খুব পছন্দ করে। পেশা হিসেবে সংগীতকে আমি খুব পছন্দ করি এবং এটা আমার সব সময়ের প্যাশনগুলোর অন্যতম। বর্তমানে আমি নিজেকে একজন মিউজিশিয়ান হিসেবে ভাবতে পছন্দ করি।’

বর্তমানে বিপিএলের ধারাভাষ্য দিতে বাংলাদেশে আছেন ৯৮ টেস্টে ৪০৫ এবং ১৭৬ ওয়ানডেতে ২২৫ উইকেটের মালিক অ্যামব্রোস। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে তার খাতির জমেছে বেশ। তরুণ পেস তারকা তাসকিনকেও দিয়েছেন পরামর্শ। ব্যান্ড নিয়ে ব্যস্ত থাকলেও ক্রিকেট ভোলেননি। তাই এখন প্রায় নিয়মিতই তিনি ধারাভাষ্য দিচ্ছেন। বেইজ গিটার হাতে তুলে নিজেকে মিউজিশিয়ান ভাবলেও আছেন ক্রিকেটের সঙ্গেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments