উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব বলেছেন, প্রতি রাদে স্বপ্নে তাকে দেখা দেন তাদের ভগবান কৃষ্ণ। তিনি নাকি তাকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশে রামরাজ্য প্রতিষ্ঠার। এখানেই শেষ নয়। কৃষ্ণ নাকি প্রতি রাতে তার সঙ্গে স্বপ্নে কথা বলেন। এ সময় কৃষ্ণ তাকে বলেন, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের পরে তুমিই সরকার গঠন করবে। উত্তর প্রদেশে প্রতিষ্ঠা করবে রামরাজ্য।
উত্তর প্রদেশের বাহরাইচ জেলার বিজেপি দলীয় এমএলএ মাধুরী বর্মা যোগ দিয়েছেন অখিলেশ যাদবের দলে। তাকে বরণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন উত্তর প্রদেশের নেতা অখিলেশ যাদব।এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গোত্রের দিক দিয়ে মাধুরী বর্মা একজন কুরমি। তিনি দ্বিতীয় দফায় এমএলএ এখন। ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তর প্রদেশের লেজিসলেটিভ কাউন্সিলের একজন সদস্য ছিলেন তিনি।
তিনি বাহরাইচ জেলার নানপাড়া আসনে বিজেপি দলীয় বর্তমান এমএলএ। সমাজবাদী দলে তার যোগদান অনুষ্ঠানে অখিলেশ যাদব বলেন, উত্তর প্রদেশে এবার তিনিই নতুন সরকার গঠন করতে যাচ্ছেন। রাজ্যে সমাজবাদীরা প্রতিষ্ঠিত। এ রাজ্যকে রামরাজ্য বানানো হবে। তার ভাষায়, প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে আসেন স্বপ্নের মাধ্যমে। এসেই তিনি আমাকে আসন্ন নির্বাচনে সরকার গঠন করতে বলেন। রাজ্যে যোগি আদিত্যনাথের সরকার ব্যর্থ হয়েছে।