বয়স লুকিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারের দিন ফুরিয়ে আসছে। কিশোর-কিশোরীদের আসল বয়স শনাক্ত করতে ভিডিও সেলফির মাধ্যমে বয়স যাচাই-বাছাই করা হবে। চেহারা দেখে বয়স শনাক্ত করার জন্য এতে থাকবে ফেসিয়াল অ্যানালিসিস সফটওয়্যার। আপাতত সফটওয়্যারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম।
এই পদ্ধতি বাদেও বয়স শনাক্ত করার আরো দুটি উপায় কাজে লাগাবে ইনস্টাগ্রাম। হয় ব্যবহারকারীকে জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে, নয়তো তিনজন প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে তার বয়সের বিষয়ে সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যদানকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
ইনস্টাগ্রামে ভিডিও সেলফি যুক্ত করতে যুক্তরাজ্যের কম্পানি ইয়োতির সঙ্গে চুক্তি করেছে মেটা। ইয়োতির নির্মিত সফটওয়্যারটি দিয়ে শুধু বয়স যাচাই করা যাবে; ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাবে না। মেটা জানিয়েছে, একবার বয়স শনাক্ত হয়ে গেলে ব্যবহারকারীর ছবি তারা ডিলিট করে দেবে। কোনো ছবিই সংরক্ষণ করা হবে না। উল্লেখ্য, এত দিন ধরে ভিডিও সেলফির ব্যবহার শুধু অনলাইন ব্যাংকিং অ্যাপগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। সূত্র : বিবিসি