Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’র টিকিট

ব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’র টিকিট

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার এখনও চলছে। রায়হান রাফী পরিচালিত ও লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমার টিকিট ৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা ‘পরাণ’ এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখতে হলো। সঙ্গে পরাণের পরিচালক রায়হান রাফি। ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মুখে মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে গেলেন তারা। যদিও বিষয়টি মজার ছলে করেছেন তারা। লাইভ টেকনোলজির পরিচালক ও প্রযোজক ইয়াসির আরাফাত জানান, ছবিটির হল সংখ্যা আরও বাড়ছে।

এখনও টিকেট সংকট রয়েছে। তাছাড়া সামনে বাইরের কয়েকটি দেশে পর্যায়ক্রমে ‘পরাণ’ মুক্তি দেয়া হবে। 

উল্লেখ্য, ‘পরাণ’ নির্মিত হয়েছে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments