Saturday, March 2, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিব্লকচেইন অলিম্পিয়াড আজ শুরু

ব্লকচেইন অলিম্পিয়াড আজ শুরু

‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’—এই থিম নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২। রবিবার বিসিসির উদ্যোগে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

এতে আরো জানানো হয়, প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্ট প্রদর্শন করবে।

দর্শক, অতিথি ও বিচারকরা এই প্রদর্শনী দেখতে পারবেন। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহীদের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ছাড়া চারটি সেমিনার, অনস্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। সবশেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে বুধবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশে এ বছর স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments