Monday, March 20, 2023
spot_img
Homeখেলাধুলাব্রাজিলের কোচ হবেন না গার্দিওলা

ব্রাজিলের কোচ হবেন না গার্দিওলা

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন তিতে। জোর গুঞ্জন, সেলেসাওদের নতুন গুরুর চেয়ারে দেখা যাবে পেপ গার্দিওলাকে। স্প্যানিশ দৈনিক মার্কার দাবি, ১ কোটি ২০ লাখ ইউরো বেতন দিতেও রাজি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিলেন গার্দিওলা। জানিয়েছেন, সম্ভব হলে আরো ১০ বছর ম্যান সিটিতে থাকতে চান তিনি।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। বিশ্বকাপের পর নেইমার-ভিনিসিউসদেদর দায়িত্ব ছাড়বেন তিতে। সম্প্রতি ব্রাজিল কোচ বলেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমি আছি। এখানে মিথ্যা বলার কিছু নেই।শুধু বিশ্বকাপটা ছাড়া আমার আর কিছু জেতা বাকি নেই।’ বিশ্বকাপের পর সেলেসাওদের দায়িত্ব দেয়া হবে নতুন গুরুর কাঁধে।

দৈনিক মার্কার প্রতিবেদক মারিও কোর্তেগানার দাবি, গার্দিওলার বেতন নিয়ে ইতোমধ্যেই সিবিএফের সঙ্গে আলোচনায় বসেছেন তার ভাই ও এজেন্ট পেরে গার্দিওলা।

তবে গার্দিওলার কণ্ঠে ভিন্ন সুর। তার ব্রাজিল দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সরাসরি না বলে দিয়েছেন স্প্যানিশ কোচ, ‘আমি এখানে চুক্তিবদ্ধ এবং এখানে আমি খুবই সুখে আছি। আমি তো আজীবন এখানে থাকতে চাই। এর চেয়ে আর ভালো কোথাও থাকা সম্ভব না। আমি তো আরো ১০ বছরের জন্য চুক্তি নবায়ন করতে চাই। এই প্রসঙ্গ কীভাবে উঠে এল, সেটাই বুঝতে পারছি না।’

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন গার্দিওলা। এরপর তিনি সিটিজেনদের কোচ হিসেবে ৩টি প্রিমিয়ার লীগ শিরোপা, এফএ কাপ, লীগ কাপ ও কমিউনিটি শিল্ডের ট্রফি জিতেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments