নিউইয়র্কে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ও রংধনু সোসাইটি। গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যে ৫ টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশ কমিউনিটির ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বিনামূল্যে এসব স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, সংগঠনের সহ-সভাপতি বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন ভূইয়া, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, নিপা, তানিম প্রমুখ। এ সময় অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সংগঠনের কর্মকর্তারা ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রী পেয়ে ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকরা উচ্ছ্বসিত হন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সভাপতি এ ইসলাম মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্রি স্কুল সাপ্লাই গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।