নিউইয়র্কে ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের ইফতার মাহফিল গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ১৪৫১ ইউনিয়নপোর্ট রোড এর গোল্ডেন প্যালেস পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রঙ্কস ফুটবল ক্লাবের খেলোয়াররা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাব ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, ব্রঙ্কস ইউনাইটেড

ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট মিনহা ইসলাম, সাধারণ সম্পাদক হুসেইন চৌধুরী, ক্যাশিয়ার সুহেল আহমেদ, সহকারী ক্যাশিয়ার সুমন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন রশিদ, স্বপন তালুকদার, ফরিদ এ ভূইয়া মিলন, শেখ অলি আহমেদ, মোস্তাক রহমান লিটন প্রমুখ।

অতিথিরা ইফতার মাহফিল আয়োজনের ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে অংশ নেযার জন্য ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট মিনহা ইসলাম এবং ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাব ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।