নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস দিবস উদযাপিত হয়েছে। ২৭ মার্চ রোববার বিকেলে স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোডে খোলা আকাশের নিচে স্থাপিত বিশাল মঞ্চে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, বাংলাদেশ ডে প্যারেড, মুক্তিযোদ্ধাদের সম্মানানা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা।
ব্রঙ্কস সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির কর্মকর্তা মোঃ শামীম মিয়া ও রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক স্টেট গভর্ণর প্রার্থী থমাস সুজি, সিটি কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াজ প্রমুখ।
উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আবদুস শহীদ, সদস্য সচিব সামাদ মিয়া জাকের, কমিটির কর্মকর্তা মঞ্জুর চৌধুরী জগলুল ও এ ইসলাম মামুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক হেলাল, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, ব্যবসায়ী মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল হক, ফরিদা ইয়াসমিন, মোঃ রফিকুল ইসলাম, কফিল চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী খসরু, মোতাসিম বিল্লাহ তুষার, জামাল হোসাইন, নূরে আলম জিকু, সারোয়ার চৌধুরী, এম ডি আলাউদ্দিন, শামিম আহমেদ, মো. মুকিত চৌধুরী, আবুল খায়ের আখন্দ, রতন কুমার চক্রবর্তী, ইমরান আলী টিপু, মামুন রহমান, তানিম চৌধুরী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কবিতা আবৃত্তি করেন কবি জুলি রহমান, মেহের চৌধুরী, কামরুন নাহার রিতা, মনিকা মন্ডল, জুঁই ইসলাম, মাকসুদা আহমেদ প্রমুখ। বৈরী আবহাওয়র মধ্য দিয়েও বিপুল সংখ্যক প্রবাসী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদযাপন কমিটির কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।