নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল মঙ্গলবার বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে ধর্মীয় উদ্দিপনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসিসির প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের উপদেষ্টা ডাঃ আব্দুস সবুর, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, নিউইয়র্ক সিটির পুলিশ ডিটেকটিভ মাসুদ রহমান, বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, চেয়ারপারসন হাসিনা বারী, তিতাস মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট মেহের চৌধুরী, পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, ব্যবসায়ী মোহাম্মদ আলী, রন শাহ, আবির প্রমুখ।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিশু-কিশোররা।

অনুষ্ঠানে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের নের্তৃবৃন্দ স্টার্লিং-বাংলাবাজার এলাকাকে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বেশ কয়েকজন ব্যবসায়ী ও সমাজকর্মীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন পুলিশ ডিটেকটিভ মাসুদ রহমান, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন ও ব্যবসায়ী কামরুজ্জামন বাবু।

বাংলাবাজারের ব্যবসায়ীরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।